গ্রাম মানে প্রত্যি ভোরে
জ্বালায় স্বর্গ সুর
গ্রাম মানে মানবে মানবে
গঠিত বন্ধন কঠোর
গ্রাম মানে ধনী গরিবের
নেইতো কোনো চিহ্ন
গ্রাম মানে গ্রামীন ভাষা
রূপের মোহুয় পূর্ণ
গ্রাম মানে প্রত্ন সংস্কৃতির
রূপের আদৌ রেখা
গ্রাম মানে মানব ব্যবহার
সহজ সরল মাখা
গ্রাম মানে সবুজে ঘেরা
ফসলি জমির ক্ষেত
গ্রাম মানে গাছের চূড়ায়
পাখ পাখালির সমবেত
গ্রাম মানে ব্যস্ত মানব
ফসল গড়ার কর্মে
গ্রাম মানে বাজারে যাওয়া
হয়েছে মানব ধর্মে
গ্রাম মানে প্রত্যি ঘরে
গবাদি পশুর ঢল
গ্রাম মানে গরিব দুঃখীদের
গবাদি পশুই সম্বল
গ্রাম মানে ফুল ছিটানো
দিগন্ত মেটো পথ
গ্রাম মানে হাজারো কবির
ছড়ানো ছন্দরথ
গ্রাম মানে কচিকাচাদের
কষ্টে জীবন অতিবাহিত
গ্রাম মানে পড়ার সাথে
কর্ম থাকে অবিরত
Tags
Literacy