সাধারণ জ্ঞান


  1.  বাংলাদেশের আইনসভার নাম→ জাতীয় সংসদ।
  2.  ইংরেজি নাম→ House of the Nation.
  3.  জাতীয় সংসদের প্রতীক→ শাপলা।
  4.  বর্তমান সর্বমোট আসন সংখ্যা→ ৩৫০টি।
  5.  সংরক্ষিত মহিলা আসন→ ৫০টি।
  6.  সরাসরি ভোটে নির্বাচিত আসন→ ৩০০টি।
  7.  জাতীয় সংসদের মেয়াদ→ ৫ বছর।
  8.  সংসদ অধিবেশন আহ্বান, ভঙ্গ ও স্থগিত করতে পারেন→ রাষ্ট্রপতি।
  9.  জাতীয় সংসদের সভাপতি→ স্পিকার।
  10.  প্রথম স্পিকার ছিলেন→ মোহাম্মদ উল্ল্যাহ।
  11.  প্রথম নারী স্পিকার→ ড. শিরীন শারমিন চৌধুরী।
  12.  মহিলাদের জন্য সংরক্ষিত আসন ছিল না→ ৪র্থ সংসদে।
  13.  কাস্টিং ভোট→ স্পিকারের ভোট।
  14.  অধ্যাদেশ→ রাষ্ট্রপতি নিজে যে আইন
  15. জারি করেন।
  16.  সরকারি বিল→ মন্ত্রীরা যে বিল উত্থাপন
  17. করেন।
  18.  বেসরকারি বিল→ সংসদ সদস্যরা যে বিল উত্থাপন করেন।
  19.  ফ্লোর ক্রসিং→ অন্য দলে যোগদান কিংবা নিজ দলের বিপক্ষে ভোট দান।
  20.  বাংলাদেশের সরকার→ সংসদীয় পদ্ধতির।
  21.  সংসদীয় পদ্ধতিতে রাষ্ট্রপ্রধান→ রাষ্ট্রপতি
  22.  সমুদ্র বন্দর = ৩ টি ( চট্টগ্রাম, মংলা ও পায়রা)
  23.  স্হলবন্দর = ২৩ টি
  24.  আন্তর্জাতিক বিমানবন্দর = ৩ টি ( ঢাকা, চট্টগ্রাম, সিলেট)
  25.  সরকারী বিশ্ববিদ্যালয় = ৪৩ টি
  26.  বেসরকারি """ = ১১০ টি
  27.  সরকারি মেডিকেল কলেজ= ৩৭ টি
  28.  ক্যাডেট কলেজ = ১২ টি ( গার্লস ৩ টি)
  29.  ইন্টারনেট চালু হয় বিশ্বে = ১৯৬৯ (জুন ৪)
  30.  মোবাইল ফোন অপারেটর = ৪ টি
  31.  উপগ্রহ ভূ কেন্দ্রের সংখ্যা = ৪ টি (বেতবুনিয়া, তালিয়াবাদ, মহাখালী, ও সিলেট)।।
  32.  বাংলাদেশের জাতীয় খেলা → কাবাডি
  33.  'পিৎজা' খাবারটির উৎসস্থল → ইটালি
  34.  প্রথম বিশ্বকাপ ফুটবল শুরু হয় → ১৯৩০ সালে
  35.  বাংলাদেশকে স্বীকৃতি প্রদানকারী প্রথম আরব দেশ -ইরাক
  36.  পৃথিবীর তেল রপ্তানিকারক দেশগুলোর সংগঠনের নাম → OPEC
  37.  জাতীয় শিশু দিবস → ১৭ই মার্চ
  38.  বর্তমান বিশ্বের দ্রুততম মানবী → এলেইন থম্পসন
  39.  বিশ্বের মোট জনসংখ্যা →World Population 8 Billon : পৃথিবীর জনসংখ্যা ৮০০ কোটি ! ২০২৩ সালে চিনকে ছাপিয়ে যেতে পারে ভারত.(বিশ্ব জনসংখ্যা দিবস ১১ জুলাই)
  40.  আলোর তরঙ্গ তত্ত্ উদ্ভাবন করেন →হাইগেন
  41.  CIA এর পূর্ণরূপ → Central Intelligence Agency
  42.  কোথায়_কি_অবস্থিত
  43.  আড়িয়াল বিল→ মুন্সিগঞ্জে
  44.  টাঙ্গয়ার হাওর→ সুনামগঞ্জে
  45.  তামাবিল→ সিলেটে
  46.  ফয়’স লেক→ চট্টগ্রামের পাহাড়তলীতে
  47.  ইনানি বিচ→ কক্সবাজারে
  48.  কাপ্তাই হৃদ→ রাঙামাটিতে
  49.  হালদা ভ্যালি→ খাগরাছড়িতে(আলুটিলা ও খাগরাছড়িতে, সূত্র_আলুখা)

Post a Comment

If you have any doubts, please let me know

Previous Post Next Post