বাংলা মোদের পূর্ণ রূপে
ছয় ঋতুরই ছোঁয়া
বিশ্ব মাঝে নজির মোরা
উষ্ণ শীতল হাওয়া
গ্রীষ্ম ঋতুর আকাশটা যে
সাগরের মতো দেখতে
নেইতো মেঘের আঁচল ছায়া
হয়যে মোদের সয়তে
বর্ষা ঋতুর বাদল ধারা
নিত্য দু-মাস রবে
নিম্ন ভূমির গবাদি আলয়
যায় যে সকল ডুবে
শরৎ ঋতুর আকাশ ঘেরা
মেঘের আঁচল দিয়ে
কাশফুলেরই নিচ্ছি ছোঁয়া
ডিঙ্গি নৌকা নিয়ে
হেমন্তেরই সোনার ফসল
দেখলে কৃষক চোখে
দুঃখে ভরা পথ চলা তার
যায় যে সকল রোখে
শীতের সকাল চুলোর পাশে
বসে পিঠার আসর
বনভোজনে মাতিয়ে রাখি
প্রত্যি শীতের বাসর
বসন্তেরই গাছের ডালে
সাজানো নতুন পত্রে
কোকিল ডাকে মুগ্ধ সকল
প্রত্যি দিবস রাত্রে
Tags
Literacy