সাধারণ জ্ঞান

 


১। বাংলার প্রথম স্বাধীন সুলতান কে ?

= ফকরুদ্দিন মোবারক শাহ

২। বাংলার শেষ স্বাধীন সুলতান কে ?

=গিয়াসউদ্দিন মাহমুদ শাহ

৩। বাংলার প্রথম স্বাধীন নবাব কে ?

= মুর্শিদ কুলি খান

৪। বাংলার শেষ স্বাধীন নবাব কে ?

= সিরাজউদ্দৌলা

৫। ভারতবর্ষে সর্বপ্রথম মুসলিম শাসন প্রতিষ্ঠা

করেন ?

= মুহম্মদ ঘুরি

৬। বাংলায় সর্বপ্রথম মুসলিম শাসন প্রতিষ্ঠা করেন ?

= ইখতিয়ার উদ্দিন বখতিয়ার খিলজি

৭। দিল্লির সিংহাসনে আহোরণকারী প্রথম নারী

মুসলমান শাসক কে ?

= সুলতানা রাজিয়া ।

৮। কোন মুসলমান শাসক প্রথম দক্ষিণ ভারত জয়

করেন ‘?

= আলাউদ্দিন খিলজি ।

৯। কোন মুসলমান প্রশাসক সর্বপ্রথম দাক্ষিণাত্য জয়

করেন ?

= মালিক কাফুর ।

১০। বাংলার শেষ হিন্দু রাজা কে ছিলেন ?

= লক্ষণ সেন ।

১১। সেন বংশের সর্ব শ্রেষ্ঠ রাজা ছিলেন ?

= বিজয়সেন ।

১২। কোন মুসলিম সেনাপতি স্পেন জয় করেন ?

= তারিক

১৩। মুসলমানদের মধ্যে কে প্রথম সিন্ধু বিজয়

করেন ?

= মুহাম্মদ বিন কাশিম 

১৪। সুলতান মাহমুদ কতবার ভারতবর্ষ আক্রমণ

করেন ?

= ১৭বার ।

১৫। উপমহাদেশে স্থায়ী মুসলিম শাসনের প্রতিষ্ঠাতা

কে?

= কুতুবউদ্দিন আইবেক ।

১৬। ভারতবর্ষে মুঘল সম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ?

= বাবর

. ১৭। কোন মোঘল সম্রাট বাংলার নাম দেন ‘

জান্নাতাবাদ ‘ ?

= হুমায়ুন ।

১৮। কে উপমহাদেশে আফগান সম্রাজ্য প্রতিষ্ঠা

করেন ?

= শেরখান বা শেরশাহ ।

Post a Comment

If you have any doubts, please let me know

Previous Post Next Post