শিশুরাইতো আগাম জাতি
তারাই মোদের কল্প
তারাই যে আজ করছে রচন
শ্রম নিশান গল্প
ছোট্ট বাহুয় ব্যস্ত সদা
নিত্য শ্রম কাজে
অন্ন জুটে প্রত্যি তাদের
নোংরা সকল বাজে
বিশাল কর্মে খাটায় তাদের
পাই যে মজুর ঈষৎ
কোন মহানুলোক রুখবে তাদের
সঙ্গ জীবন সংকট
কতেক শিশুর নেইকো বাবা
নেইতো বহুর মা
মহৎ দিবস কাটছে তাদের
দেহে আঁচড়া জামা
নয়কো প্রাপ্য শ্রম শিশুর
জ্ঞানই তাদের চাওয়া
অর্থ চাপে দুখিনী সমাজ
করছে তাদের ধাওয়া
আগাম রুপক তারাই শিশু
করবো তাদের রক্ষণ
জ্ঞানী আলোয় করবো তাদের
গড়বো জ্ঞানে দক্ষণ
Tags
Literacy