শহর মানে আযান সুরে
জাগে ভোরের পাখি
শহর মানে ফজর শেষে
ঘুমের মধুই মাখি
শহর মানে হাতের মুঠোয়
রয়েছে সকল পণ্য
শহর মানে রয়েছে সেবা
সকল প্রাণের জন্য
শহর মানে উন্নয়নের
রয়েছে ঝলক ঘিরে
শহর মানে গড়ছে শিশু
সহস্র টেলেন্ট ভিড়ে
শহর মানে কতেক লোকের
কাটে ফজর ঘুমে
শহর মানে বন্দী শিশু
ফজরে ঘুমের রুমে
শহর মানে নেইকো অভাব
পকেটমারের বুলি
শহর মানে দিন দুপুরে
হয় যে পকেট খালি
শহর মানে দীন কায়েমে
চাইনা সকল কবু
শহর মানে রাস্তা জুড়ে
আলো রাত্র তবু
শহর মানে রয়েছে সদা
হাজারো মানব বিচরণ
শহর মানে ধনী সমাজে
জ্ঞানহীনতার আচরণ
শহর মানে রাস্তা জুড়ে
ধোঁয়ার আঁচল বয়
শহর মানে গান বাজনা
নিত্য সকল রয়
শহর মানে অন্ধকারে
ব্যস্ত মহান চোরে
শহর মানে ব্যস্ত মানব
বর্জ্য নিতে ভোরে
শহর মানে আপন সকল
টাকার জন্য রয়
শহর মানে আসলে বিপদ
বন্ধুত্বও ক্ষয়
শহর মানে গাড়ির চাপে
ব্যস্ত সড়ক তাতে
শহর মানে হাজারো নিঃস্ব
রয়েছে থালা হাতে
শহর মানে ধনীর কাছে
রয়েছে বিলাস বাড়ি
শহর মানে দারিদ্র্যতার
শুকায় দেহের নাড়ী
শহর মানে রাস্তা ঘেরা
রয়েছে দালান খাড়া
শহর মানে নিঃস্ব নগর
মানব চলন ছাড়া