মুমিনদের পরিচয়

 

মানব যারা আস্থা রাখে 

জগৎ দৃশ্যহীন 

সালাত কায়েম যাকাত দানে 

তাদের জীবন রঙ্গিন 

আস্থা রাখে শ্রেষ্ঠ কুরআন 

আহলে কিতাবে যারা 

দান সদকায় বাড়ায় বাহু 

গোপন হস্তে তারা 

পর দিবসে আস্থা রেখে 

হয় যে যারা সফল 

রবের মহান পন্থে তারা 

নিত্য যাত্রী সকল

Post a Comment

If you have any doubts, please let me know

Previous Post Next Post